দক্ষ হতে প্রফেশনাল ট্রেইনারের কাছে ট্রেইনিং নিন
আমাদের কোর্স করে কেউই অদক্ষ নেই। আমাদের স্ব স্ব কাজের অভিজ্ঞ ট্রেইনার সরাসরি কোর্স করিয়ে থাকেন।
“শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষাই যখন দেশে প্রযুক্তিভিত্তিক শিল্পের উম্মেষ ঘটাতে পর্যাপ্ত শক্তির জোগান দিতে পারছেনা, ঠিক তখন ব্রাইটএজ টেকনিক্যাল ট্রেনিং ইন্সটিটিউট-বিটিটিআই প্রযুক্তি শিল্প ও প্রাতিষ্ঠানিক শিক্ষার সাথে সঠিক সমন্বয়ের উদ্দেশ্যে আন্তর্জাতিকমানের ও শিল্প প্রতিষ্ঠানের জন্য সহায়ক বাস্তবধর্মী প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। উন্নত এই প্রশিক্ষণের মাধ্যমে বিশ্ববিদ্যালয় কিংবা কলেজ হতে পাসকৃত যেকোন ব্যক্তিকে প্রফেশনালী দক্ষ করে গড়ে তোলা হচ্ছে।”
Professional Training Institute.
ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন, অফিস অটোমেশনসহ বিভিন্ন কোর্স সম্পন্ন করে দক্ষ জনসম্পদে রুপান্তর হোন।
While formal education from colleges or universities is struggling to provide industry-standard practical knowledge, then BTTI is providing industry-standard practical training well as fundamental practical knowledge on electronics which is very helpful to one to be industry standard. Students are targeted to be professionally skilled.
ক্লাসরুমভিত্তিক কোর্স (থিউরী ও প্র্যাকটিক্যাল)
ক্লাসরুমভিত্তিক কোর্সগুলো ঢাকায় সম্পন্ন করা যায়। এছাড়া, ঢাকার বাইরে ক্র্যাশ প্রোগামের আওতায় দ্রুত সম্পন্ন করা যায়। ক্লাসরুমভিত্তিক কোর্সগুলোর ফি তুলনামূলক বেশি হয়ে থাকে।

সিসিটিভি ইন্সটলেশন এন্ড মেইনটেনেন্স কোর্স (ট্রাবলশুটিংসহ) Certified CCTV Installation Specialist(CCIS) Course (Module 1,2,3)

Certified Office Security & Automation Specialist (OSAS101)

Design, Installation and Maintenance of Access Control & Time Attendance Systems Course

IPS Manufacturing Course আইপিএস ম্যানুফাকচারিং কোর্স

Automatic Voltage Stabilizer Designing and Manufacturing
বিস্তারিত জানতে ক্লিক করুন
সরাসরি ভর্তি হতে ক্লিক করুন

Professional Residential Electrical Wiring Course

Design, Installation and Maintenance of Intruder Alarm Systems
সারাদিনব্যাপী ওয়ার্কশপ
আমাদের ক্লাসরুমভিত্তিক ওয়ার্কশপ ঢাকাসহ দেশের বিভিন্নস্থানে আয়োজন করা হয়ে থাকে। ওয়ার্কশপ পূর্নাঙ্গ কোর্সের মতো নয়। বরং, পুরো বিষয়টি একদিন, দু-দিন কিংবা তিনদিনব্যাপী অভিজ্ঞ শিক্ষকের তত্বাবধানে অলোচনা ও প্র্যাকটিক্যালী দেখানো হয়। এ ক্ষেত্রে অংশগ্রহনকারীরা সরাসরি প্র্যাকটিস করার সুযোগ কম থাকে।

A Day Long Workshop with Function Block Diagram(FBD) in LogoSoft Software
বিস্তারিত জানতে ক্লিক করুন
তাংঃ১৫-০২-২০২৫ইং, স্থানঃ মিরপুর, ঢাকা। ফি:২৫০০টাকা।
Electrical
আমাদের রয়েছে ইলেকট্রিক্যাল সাবষ্টেশন, অটোমেশন, ওয়্যারিং বিষয়ক স্বল্প ও দীর্ঘ মেয়াদী কোর্স।
Automation & Robotics
কোর্স শেষে সরাসরি ইন্ডাস্ট্রিতে যোগ দিতে আমাদের কোর্সগুলো ব্যাপক জনপ্রিয়। আজই আমাদের কোর্স জয়েন করুন।
ক্যারিয়ার গড়তে বহু আইটি ও টেলিকম ভিত্তিক কোর্স চালু আছে। সরাসরি প্রফেশনাল কাজে যুক্ত হওয়ার উপযোগী কোর্স আমাদের রয়েছে।
Digital Marketing
ডিজিটাল মার্কেটিং এর গভীর জ্ঞান ও দক্ষতা কেবল দক্ষতা সম্পন্ন প্রফেশনালগণই দিতে পারেন। আমরা রিয়েল লাইফ প্রজেক্ট সহকারে কোর্স করিয়ে থাকি।
Kids Training
রোবোটিক্স, পিএলসি, প্রোগ্রামিংসহ বিভিন্ন কোর্সের মাধ্যমে স্কুলগামী ছাত্র-ছাত্রীদের দক্ষ করে গড়ে তোলা হয়।
আমাদের রয়েছে স্কিল্ড ফ্রিল্যান্সিং ট্রেইনার যারা হাতে কলমে রিয়েল লাইফ প্রজেক্টের মাধ্যমে দক্ষ করে থাকেন।
Industrial Attachment Training
ইন্ডাস্ট্রিয়াল এটাচমেন্ট এর জন্য আমরা নিয়মিত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের কোর্স চালু রেখেছি।
Workshop & Seminar
আমরা নিয়মিত বিভিন্ন সেমিনার ও ওয়ার্কশপের আয়োজন করি। ওয়ার্কশপের জন্য রেজিষ্ট্রেশন করুন আজই।
কেন বিটিটিআই
বিটিটিআই এর মানসম্মত প্রশিক্ষণ গ্রহন করে অনেক শিক্ষিত কিংবা অর্ধশিক্ষিত বেকার কর্মসংস্থান করতে পেরেছে। দেশের প্রায় সকল পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের ছাত্র-ছাত্রী প্রশিক্ষণ গ্রহন করেছেন। আমাদের অনেক ছাত্র-ছাত্রী দেশে এবং বিদেশে দক্ষতার সাথে কাজ করছেন। ডেসা, ডেসকো, পিডিবি, পল্লী বিদ্যুৎ সমিতি, মোবাইল অপারেটর কোম্পানী, বিভিন্ন ফ্যাক্টরীর ইঞ্জিনিয়ারগন প্রশিক্ষণ নিয়েছেন। অনেক ছাত্র পণ্য উৎপাদনের প্রশিক্ষণ গ্রহন করে কারখানা স্থাপন করেছেন।
কোয়ালিটি ট্রেনিং
আমাদের রয়েছে মান-সম্মত কোর্স। আমরা আপনাকে সঠিক ট্রেনিং প্রদান করে দক্ষ করে তুলবো।
ক্যারিয়ার সার্পোট
সফলভাবে কোর্স সম্পন্নকারীর ভবিষ্যত ক্যারিয়ারের কথা বিবেচনা করে রয়েছে যুগান্তকারী পদক্ষেপ।
অল্প খরচ
অধিকাংশ কোর্স প্র্যাকটিক্যাল নির্ভর হওয়া সত্ত্বেও আমাদের কোর্সগুলোর ফি অত্যন্ত কম।

সরাসরি ফিল্ড ওয়ার্ক অথবা ইন্ডাস্ট্রিয়াল অভিজ্ঞতা অর্জন করার ব্যবস্থা রয়েছে
বিটিটিআই স্টুডেন্টদের অভিজ্ঞতা বাড়ানোর জন্য সরাসরি ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্ক করার ব্যবস্থা করে থাকে। আমাদের সহযোগী প্রতিষ্ঠান গুলোতে বিভিন্ন প্রজেক্টে তাদের কর্মী বাহিনী বা ইঞ্জিনিয়ারিং টিমের সাথে সরাসরি যুক্ত থেকে কাজ করার ব্যবস্থা রেখেছে।
- Programmable Logic Controller-PLC Course
- Electrical Residential & Industrial Wiring Course
- Basic Electrical and Electronics Course
>মান সম্মত প্রশিক্ষণ প্রদানের আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা।
>বাংলাদেশে এই প্রথম যেটি সম্পূর্ণ আন্তর্জাতিক কোর্স কারিকুলামে বাস্তব প্রশিক্ষণ প্রদান করছে।
>সংশ্লিষ্ট ইন্ডাস্ট্রিতে কাজ করার উপযোগী করে গড়ে তোলা।
>সংশ্লিষ্ট শিল্পের অভিজ্ঞ প্রশিক্ষক।
>সংশ্লিষ্ট শিল্পে ব্যবহৃত অত্যাধুনিক যন্ত্রপাতি দ্বারা ব্যবহারিক ক্লাস নেয়া হয়।
>হাতে-ধরে ব্যবহারিক প্রশিক্ষণ এবং আমাদের উৎপাদিত পণ্য উৎপাদনে সরাসরি অংশগ্রহন করানো হয়।
>প্রয়োজনীয় লেকচার শিট সরবরাহ।
>দূর্লভ বই সম্বলিত লাইব্রেরী সূবিধা।
>নিজস্ব ডাটা সার্ভার ব্যবহারের সুযোগ।
>অনলাইনে ক্লাস করার সুযোগ।
>কারখানা স্থাপনে প্রয়োজনীয় সহযোগীতা ।
>শর্ত সাপেক্ষে সংশ্লিষ্ট শিল্প কারখানা ভিজিট করার ব্যবস্থা করা।
>স্বল্প কোর্স ফি।
>অনলাইন নির্ভর অফিসিয়াল ম্যানেজমেন্ট।
>কর্পোরেট ট্রেনিং এর ব্যবস্থা।
>প্রজেক্টর ব্যবহার করে সংশ্লিস্ট কোর্সের দূর্লভ ভিডিও, ছবিসহ বিবিধ প্রযুক্তিভিত্তিক জ্ঞান প্রদান করা হয়।
>ফ্রি ওয়াইফাই ইন্টারনেট ব্যবহারের সুযোগ।
>স্বল্প মূল্যে ইলেক্ট্রনিক্স কম্পোনেন্ট ও টুলস্ সরবারহের ব্যবস্থা।
আপনি জানেন নিশ্চয়ই, বর্তমানে যুগে কোন অভিজ্ঞতা ও দক্ষতা ছাড়া টিকে থাকাটা কতটা মুশকিল। একটা সময় একটা ডিগ্রী থাকলেই চাকুরী করা যেত। কিন্তু এখন দক্ষতা ছাড়া কাজ পাওয়াই মুশকিল। কেই যদি ব্যবসা করতে চায় তাহলে দক্ষতাই একমাত্র পূজি। একজন অল্প শিক্ষিত যে হয়তো স্কুলের গন্ডি পার হতে পারে নাই কিংবা একজন শিক্ষিত বেকার উভয়ের জন্য কর্মমুখি একটা ট্রেনিং দরকার। অর্থ্যাৎ কর্মে যাওয়ার আগে ঐ কর্মের জন্য উপযোগী খুব অ্যাডভান্সড্ টেনিং গ্রহন করলে ক্যারিয়ারে সফলতা মোটমুটি নিশ্চিত।
আমাদের কোর্সগুলো এমনভাবে তৈরী করা যাতে খুব সহজেই একজন অল্প শিক্ষিত কিংবা একজন শিক্ষিত বেকার নিজেকে ব্যবসায়ী হতে পারবে। কেননা, তারা এমনভাবে প্রশিক্ষণ গ্রহন করবে যে তারা নিজে নিজে বিভিন্ন পণ্য উৎপাদন করে বাজারজাত করতে পারবে।
আপনার ক্যারিয়ার কোন দিকেনিতে চান? পণ্য উৎপাদন ব্যবসাতে? নাকি টেকনোলজি ভিত্তিক সার্ভিস প্রদান? আমরা নিচে কয়েকটি কোর্স-প্যাকেজ উল্লেক করা হয়েছে। আপনার ইচ্ছে কিংবা স্বপ্নের সাথে যদি কোর্স মিলে যায় তাহলে আজই জয়েন করুন কোর্সে।
# ব্যবহারিক ক্লাসের সাথে প্রয়োজনীয় ত্বাত্তিক ক্লাসের ব্যবস্থা।
# কেবল দীর্ঘদিনের অভিজ্ঞ প্রশিক্ষক দ্বারা ক্লাসের ব্যবস্থা।
# কিছু কিছু কোর্স এ প্রয়োজনীয় বাস্তব অভিজ্ঞতা বাড়ানোর জন্য অভিজ্ঞ টেকনিশিয়ান অংশগ্রহন করানো।
# নিয়মিত ক্লাস টেস্ট।
# প্রতিটি স্টুডেন্টকে আলাদাভাবে গুরুত্ব দেয়া।
# পরীক্ষায় উত্তীর্ণ হতে হলে নুন্যতম ৮০% মার্ক পেতে হয়।

Online Class anywhere in the world
আমাদের কিছু কোর্স রয়েছে যেগুলো পৃথিবীর যে কোন প্রান্ত থেকে অনলাইনের মাধ্যমে যুক্ত হয়ে কোর্স করার দারুন সূযোগ রয়েছে।
বিটিটিআই এর বর্তমান ও প্রাক্তন স্টুডেন্টদের জন্য ডিজিটালি পৃথিবীর যে কোন প্রান্ত থেকে ক্লাস করা ও নিজেকে আপডেট রাখার জন্য “ডিজিটাল ক্লাসরুম” চালু হয়েছে। তাই, বিটিটিআই এর বর্তমান ও প্রাক্তন স্টুডেন্টদের জরুরী ভিত্তিতে লিংক এ ক্লিক করে যুক্ত হতে অনুরোধ করা হচ্ছে।
“ডিজিটাল ক্লাসরুম” এর লগইন ডিটেইলস পেতে আজই রেজিস্ট্রেশন করুন। রেজিস্ট্রেশন এর লিংক- ক্লিক করুন
বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপ করুন- +8801883113570
আমাদের বর্তমানে ২৮টি কোর্স চালু রয়েছে। কোর্স লিস্ট ডাউনলোড করতে ক্লিক করুন
যেকোন কোর্সে সরাসরি ভর্তি হওয়ার জন্য এই লিংক এ ক্লিক করুন- ভর্তি ফরম
আপনি কি স্টুডেন্ট? আমাদের অ্যাম্বেসডর হোন!

আপনি কি কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট? তাহলে, আমাদের ক্যাম্পাস অ্যাম্বেসেডর হিসেবে যোগ দিন। নিজের মেধা বিকাশ করুন ও অন্যকে এগিয়ে নিন সামনের দিকে। বিস্তারতি জানতে ক্লিক করুন।
“বিটিটিআই ক্যাম্পাস অ্যাম্বাসেডর” হতে ও বিস্তারিত এ সম্পর্কে জানতে ডাউনলোড করুন।

BTTI সম্প্রতি কারিগরী প্রশিক্ষণ প্রতিষ্ঠান Anoba Learning-এর সঙ্গে পার্টনারশিপ করেছে। এই পার্টনারশিপের মাধ্যমে বাংলাদেশে আধুনিক প্রযুক্তিগত প্রশিক্ষণ সহজলভ্য হবে, যা স্থানীয় মানুষের দক্ষতা উন্নয়ন ও নতুন কর্মসংস্থানের পথ তৈরি করবে।
দৗর্ঘ ৯ বছরেরও বেশী সময় ধরে আমাদের ছাত্র-ছাত্রীদের ব্যবহারিক ও বাস্তব অভিজ্ঞতা অর্জনের জন্য পার্টনার হিসেবে আছে AB Technology Corporation Ltd (www.abtcl.com) । আমাদের কোর্স গুলোতে প্রফেশনাল সাটিফিকেটও প্রদান করে থাকে। যারা কমপক্ষে ৩মাস সময়কাল আমাদের কোর্স করে এই প্রতিষ্ঠানে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা গ্রহন করেন তাদেরকে তারা অভিজ্ঞতার সনদও দিয়ে থাকে।



২০১৫সাল থেকে ETA, USA(Accredited Certification Provider) এর মেম্বার ও সার্টিফিকেট এডমিনিস্ট্রেটর হিসেবে নিয়োগপ্রাপ্ত আছেন আমাদের প্রতিষ্ঠানের প্রশিক্ষক মোঃ বাবুল আখতার । আগামী দুই বছরের জন্য আবারও সার্টিফিকেট এডমিনিস্ট্রেটর হিসেবে নিয়োগ পেয়েছেন | ISO 17024 মান, ভকেশনাল এবং শিক্ষা পাঠ্যক্রম, এবং সার্টিফিকেশন প্রোগ্রাম, কনফারেন্স , প্রকাশনা ও বিজনেস রিসোর্স এর মাধ্যমে ETA সাহায্য করে থাকে। ETA বিভিন্ন প্রযুক্তি ক্ষেত্রে যেমন ফাইবার অপটিক্স, কমিউনিকেশন, ইলেকট্রনিক্স, বায়োমেডিকাল, স্মার্ট হোম, এবং রিনিউএবল এনার্জী সহ ৮০টিরও বেশি স্বীকৃত সার্টিফিকেশন প্রোগ্রাম অফার করে।
সর্বশেষ সংবাদ
♦পিএলসি কোর্সে বিশেষ ছাড়ে ভর্তি চলছে। ৮০০০ টাকার কোর্স ফি এখন মাত্র ৬০০০ টাকা। কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন।
♦সিসিটিভি ইন্সটলেশন কোর্স- ঢাকা ও চট্টগ্রামে চালু হয়েছে। প্রতিমাসেই নতুন নতুন ব্যাচ। এই কোর্স সম্পর্কে জানতে ক্লিক করুন
♦সারাদিন ব্যাপী ওয়ার্কশপ। “নিজের ঘরেই করুন আইপিএস কারখানা”, বিস্তারিত যোগোযোগ করুন।
সারা বাংলাদেশে আমাদের কার্যক্রম ছড়িয়ে দিতে ও মানসম্মত প্রফেশনাল হ্যান্ডস্-অন ট্রেনিং জেলায় জেলায় নিতে যেতে ছোট পরিসরে শুধুমাত্র ক্লাসরুমগুলোকে ছাত্র-ছাত্রীদের কাছে পৌঁছে দিতেই “BTTI Classroom“.
Blog

আমাদের নতুন দৃষ্টিভঙ্গি এবং উন্নত প্রশিক্ষণের প্রতিশ্রুতি
টেকনিক্যাল শিক্ষার মান ও বিস্তার উন্নত করার লক্ষ্য নিয়ে বাংলাদেশ টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট এখন নতুন নামে পরিচিত হবে—ব্রাইটএজ টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট। এই পরিবর্তন শুধু নাম পরিবর্তন নয়, বরং আমাদের নতুন দৃষ্টিভঙ্গি এবং উন্নত প্রশিক্ষণের প্রতিশ্রুতিরও প্রতিফলন –বিস্তারিত ক্লিক করুন

Coming Soon
I am text block. Click edit button to change this text. Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit.

Coming Soon
I am text block. Click edit button to change this text. Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit.