আপনি জানেন কি বর্তমানে দেশে লক্ষ লক্ষ আইপিএস কিংবা হোম ইউপিএস এর চাহিদা রয়েছে। যে কেউ Workshop on IPS manufacturing factory at home ওয়ার্কশপটিতে জয়েন করে প্র্যাকটিক্যাল ম্যানুফ্যাকচারিং প্রসেস দেখে আইপিএস তৈরী শিখতে পারবেন। এই ওয়ার্কশপে ট্রান্সফরমার তৈরীর হিসেব-নিকেশ ও কমপ্লিট ট্রান্সফরমার তৈরী করে দেখানো হবে। বাজারে প্রচলিত উন্নতমানের আইপিএস কিট ও অন্যান্য যন্ত্রাংশ ব্যবহার আইপিএস তৈরী শেখানো হবে। আইপিএস প্রযুক্তিতে অনেক অ্যাডভান্সড্ ফিচার যুক্ত হয়েছে। তাই, শুধুমাত্র হাতে কলমে কিছু কাজ শিখে আইপিএস বানানো শুরু করা মোটেও ভালো পদক্ষেপ নয়। কেননা, আধুনিক ও অ্যাডভান্সড্ প্রযুক্তির আইপিএস সার্কিটে যে সকল বিষয় যুক্ত করা হয়েছে তা জানা অত্যন্ত। এতে আপনাকে ভবিষ্যতে নিজেকে ডেভেলোপ করতে অনেক কাজে দিবে।